Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষিতথ্য সার্ভিস

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  (ডিএই) দায়িত্ব হলো সকল চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফল প্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা দান করা। যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্দেশ্য

১। সকল শ্রেনীর কৃষকদের জন্য সম্প্রসারণ সেবা প্রদান করা।

২। দক্ষ সম্প্রসারণ সেবা প্রদান।

৩। বিকেন্দীকরণ।

৪। চাহিদা ভিত্তিক ও কৃষি সম্প্রসারণ সেবা প্রদান।

৫। সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা।

৬। কৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারণ সর্ম্পক জোরদার করা।

৭। সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ।

৮। উপযুক্ত সম্প্রসারণ পদদ্ধি ব্যবহার করা।

৯। সমন্বিত সম্প্রসারণ সহায়তা করা।

১০। সম্মিলিত সম্প্রসারণ কাযক্রম।

১১। পরিবেশ সংরক্ষনে সমন্বিত সহায়তা প্রদান।

কৃষি উপসহকারীদের দায়িত্ব

১। কৃষক তাদের সমস্য চিহ্নীত করতে ও সমাধান কুজে পাওয়ার ,সহায়তা দেওয়া।

২। স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কর্মকান্ড বাস্তবায়ন করা।

৩। উপজেলা পরিকল্পনা কর্মশালাকে সহায়তা করা।

৪। তথ্য সংগ্রহে কৃষকদের সহায়তা দেয়া। অন্যান্য সম্প্রসারণ সংস্থা থেকে সেবা গ্রহনে কৃষকদের সহায়তা প্রদান করা।

৫। ব্লকের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা।

৬। বিভিন্ন ফসলের শস্যকর্তন ও উৎপাদিত ফসলের পরিসংখ্যান প্রনয়ণ।